আমার এই সাইটের লেখাগুলো ওয়ার্ডপ্রেসে লিখি, আর এপিআই দিয়ে শো করি zmt3.com এ, আরো কয়েকটা ডোমেইন-সাবডোমেইনে।

zmt3.com svelte দিয়ে বানানো, netlify তে হোস্ট করা। নেটলিফাই AWS N. Virginia / US-EAST-1 ব্যবহার করে। (আর ভার্সেল করে AWS ক্যালিফোর্নিয়া)

আমার ওয়ার্ডপ্রেস কিছুদিন BDIX হোস্টিং এ ছিলো, তাও আবার zmt3 ডটকমের সাবডোমেইনে না, একটি .photos ডোমেইনে। (ফ্রিতে পেয়েছিলাম, তাই .photos)

তখন ওয়েবসাইট লোড হতে ১১+ সেকেন্ড লাগতো। বাংলাদেশের হোস্টিং এ থাকা ওয়ার্ডপ্রেস থেকে ডাটা নিতো Netlify, তারপর zmt3.com এ হোমপেজ রেন্ডার করে পাঠাতো (বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের) ভিজিটরের কাছে- ফুল প্রসেসে ১১+ সেকেন্ড লাগতো। (মাঝখান থেকে ডট ফটোস টিএলডির ডিএনএস সার্ভারেও সময় খরচ হতো)

পরে আমি ডট ফটোস বাদ দিয়ে সাবডোমেইন ব্যবহার করি, wp2.zmt3.com, কিন্তু BDIX হোস্টিং-ই। তাতেও সময় কমে ৮-৯ সেকেন্ডে নেমে আসে।

তারপর AWS EC2 US-EAST-1 তে hestiaCP হোস্ট করে সেখানে ওয়ার্ডপ্রেস সেটাপ করি। এখন ৫-৬ সেকেন্ডে হয়ে যায়। (বর্তমানে)

সামনে টার্গেট হচ্ছে- সিংগাপুর সার্ভারে Coolify দিয়ে zmt3.com আর HestiaCP দিয়ে ওয়ার্ডপ্রেস হোস্ট করবো, তখন হয়ত ২-৩ সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে।

আরো মজা হবে BDIX সার্ভারে Coolify+HestiaCP, কিন্তু সেটা ইচ্ছা নেই।