I love Statistics
এই ব্লগপোস্টটি ৩ ভাগে বিভক্ত।
১। আমি যেসব সার্ভে/স্ট্যাটস ফলো করি
নভেম্বর থেকে জানুয়ারী – এই ৩ মাসে অনেক কোম্পানিই তাদের বিভিন্ন ডাটা/স্ট্যাটিস্টিক্স শেয়ার করে। এছাড়াও বিভিন্ন টেক কোম্পানির সার্ভে রেজাল্টও একসাথে দিয়ে দিচ্ছি।
Year In Review
Cloudflare Radar Year In review
Netlify The 2024 State of Web Development
Google Year In Search
Surveys
Stack Overflow https://survey.stackoverflow.co/2024/
State of JS https://2024.stateofjs.com/en-US
এছাড়া
Data Is Beautiful চ্যানেলটি ভালো লাগে।
r/dataisbeautiful সাবরেডিট ভালো।
information is beautiful ওয়েবসাইটটিও ভালো।
২। আমি যেভাবে ডাটা কালেক্ট করি
আমি অনেক বছর আগে, https://statcounter.com/ ব্যবহার করতাম।
এখন Posthog (for Web analytics and User Session) এবং Sentry (for bug/error) ব্যবহার করি।
আর Graphql ব্যবহার শিখেছিলাম ৯+ মাস আগে। সেটা দিয়ে তো বিভিন্ন সোর্স থেকে পাওয়া ডাটাকে একত্র করা বেশ সহজ।
৩। আমার একটি উপস্থাপনা
অর্ধেকদ্বীন ডটকমের ২০২৩ সালের ফেব্রুয়ারী-মার্চের ডাটা বিশ্লেষণ করে বিভিন্ন অবস্থা বোঝার চেষ্টা করেছিলাম। লিংক
এই শিটের তথ্য অনুযায়ী- জেনারেল লাইনের চেয়ে আলিয়া ও ক্বওমির পাত্রীদের ডিভোর্সের হার বেশি। আর কওমীর পাত্রদের ডিভোর্সের হারও জেনারেল+আলিয়া থেকে বেশি, কারণ হতে পারে যে- তারা অনেকেই কওমীর ছাত্রীদেরই বিয়ে করে।
আরো অনেক তথ্যই আছে। যেমন- উচ্চতা, আর্থিক অবস্থা, চেহারার রঙ ইত্যাদি।